Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ অক্টোবর ২০২২

প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম এর জীবন বৃত্তান্ত

প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম

 

প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) হন এবং এই পদে থেকে তিনি চাকুরী হতে অবসর গ্রহণ করেন। এই পদে যোগদানের আগে তিনি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রকল্প, ময়মনসিংহ -এর পরিচালক (প্রধান প্রকৌশলী) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌ. আশরাফুল ইসলাম ১৯৬৩ সালের ২৩শে সেপ্টেম্বর নওগাঁয় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। জনাব মোঃ আশরাফুল ইসলাম ২ সেপ্টেম্বর ১৯৮৬ সালে প্রধান প্রকৌশলী (উৎপাদন) দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরে তিনি সিরাজগঞ্জ পাওয়ার প্ল্যান্ট ও বরেন্দ্র মাল্টিসেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট রাজশাহীতে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে ১৮ টাউন প্রজেক্ট-বগুড়া, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট এবং বিবিবি-২, বিপিডিবি, রাজশাহীতে দায়িত্ব পালন করেন। তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে RRAGS প্রকল্পের, বিপিডিবি বগুড়ায়, BBB- ২, বিপিডিবি রংপুর এবং BBS-১, বিপিডিবি, রাজশাহীতে দায়িত্ব পালন করেন। জনাব মোঃ আশরাফুল ইসলাম শান্তাহার ৫০ মেগাওয়াট পিপিপিতে ব্যবস্থাপক (তত্বাবধায়ক প্রকৌশলী) এবং আইপিপি সেল -২, বিপিডিবি, ঢাকাতে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জনাব মোঃ আশরাফুল ইসলাম প্রশিক্ষণের পাশাপাশি পেশাগত উদ্দেশ্যে ভারত, চীন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া এবং গ্রীস সহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।

 

ব্যক্তিগত জীবনে জনাব মোঃ আশরাফুল ইসলাম বিবাহিত এবং দুই ছেলের জনক। তার বড় ছেলে একজন চিকিৎসা ও ছোট ছেলে প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। এছাড়াও তিনি ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিঃ (ইজিসিবি) এর পরিচালক হিসেবে গত ১৫ মার্চ, ২০২১ ইং থেকে দায়িত্ব পালন করে আসছেন।