Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২৪

ব্যবস্থাপনা পরিচালক এর জীবন বৃত্তান্ত

প্রকৌশলী সাইদ একরাম উল্লা

 

প্রকৌশলী জনাব সাইদ একরাম উল্লা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ২৯ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে যোগদান করেন। এতদপূর্বে, তিনি বাংলাদেশ – ইন্ডিয়া ফেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল) এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিগত ০৭ ফেব্রুয়ারী ২০২২ হতে ৩১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিআইএফপিসিএল- এ যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উৎপাদন) হিসেবে কর্মরত ছিলেন এবং উক্ত পদ হতে অবসর গ্রহণ করেন।    

 

প্রকৌশলী জনাব সাইদ একরাম উল্লা কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী- চট্টগ্রাম (বর্তমান- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে ১৯৯০ সালে  ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক বিভাগ হতে স্নাতক ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে, তিনি ২০০৩ সালে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন  একাডেমী থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন। ১৯৯৪ সালের ২৮ জুলাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে তিনি তার কর্মজীবনে পদার্পন করেন। তিনি সফলতার সাথে বাবিউবো’র বিভিন্ন বিভাগ, অনু-বিভাগ ও দপ্তরে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি বাবিউবোর ক্রয় অধিদপ্তরের পরিচালক হিসেবে ফেব্রুয়ারী ২০১৭ থেকে মার্চ ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

 

প্রকৌশলী জনাব সাইদ একরাম উল্লা, তার সু-দীর্ঘ কর্মজীবনে নানা দেশীয়, বৈদেশিক ট্রেনিং প্রোগ্রাম, টেকনিক্যাল ইন্সপেকশন, অফিসিয়াল ডেলিবারেশন, আর্নিং রিকগনিশন পেয়েছেন। উল্লেখ্য যে, তিনি তার কর্মক্ষেত্রে সফলতার স্মারক স্বরূপ ২০১৬ সালে “বেস্ট পাওয়ার সেক্টর কর্মী” এওয়ার্ড লাভ করেন। বর্তমানে, তিনি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড এ এপিএসসিএল এর মনোনিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি এপিএসসিএল পর্ষদ প্রজেক্ট স্টিয়ারিং কমিটি এবং পর্ষদ নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য হিসেবে সক্রিয়ভাবে নিয়োজিত আছেন।   

 

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও এক ছেলে সন্তানের গর্বিত পিতা।