Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ এপ্রিল ২০২৪

রায়পুরা ১২০ মেঃ ওঃ গ্রীড টাইড সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প

ক্ষমতা ১২০ মেগাওয়াট
বর্তমান অবস্থা
  • গ্যাসের স্বল্পতার কারণে ২০৩০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মোট উৎপাদিত বিদ্যুতের ২০% নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ প্রদান করেছেন । সে অনুযায়ী এপিএসসিএল এর নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০০ মেগাওয়াট গ্রীড টাইড সোলার প্লান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
  • সে লক্ষ্যে বিভিন্ন চর এলাকায় যেখানে পতিত ও খাস জমি আছে সেসকল স্থানে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা যায় কিনা তার জরিপ করা হয়।
  • নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝের চর মৌজায় প্রায় ৩৬৮ একর অফসলি ও পতিত ভূমি পাওয়া যায়, যা অধিগ্রহণযোগ্য।
  • উক্ত এলাকায় ১২০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের বিষয়ে একটি ইন-হাউজ ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে।যাতে প্রকল্পের বিভিন্ন দিক যাচাই বাছাই করা হয়েছে।
  • গত ১৭ জুন, ২০২২ ইং তারিখে বিদ্যুৎ বিভাগ হতে ভূমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়।
  • গত ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ভূমি অধিগ্রহণের জন্য আবেদনপত্র জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা প্রদান করা হয়েছে।
  • গত ০১ নভেম্বর ২০২২ ইং তারিখে সরেজমিনে ADC (Revenue), UNO (Raipura), LAO, AC Land (Raipura) মহোদয়গণ উক্ত প্রকল্প এলাকার ভূমি অধিগ্রহণের সম্ভব্যতা যাচাই করেন। এলাকা পরিদর্শনকালে এপিএসসিএল এর প্রতিনিধিগণ ও এলাকার ভূমি মালিক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
  • গত ১৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত 'জেলা স্থান নির্বাচন' কমিটির সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয়।
  • স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল, ১৯৯৭ এর ২নং অধ্যায় (প্রাক অধিগ্রহণ কার্যক্রম) এর ১৬ নং অনুচ্ছেদ মোতাবেক প্রস্তাবিত ভূমি ৫০ (পঞ্চাশ) বিঘার বেশী হওয়ায় প্রকল্প অনুমোদন কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির এখতিয়ারভূক্ত। সে প্রেক্ষিতে প্রকল্পটি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি কর্তৃক অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন।
  • উক্ত প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে। উক্ত প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনে পিইসি সভা ও সাইট ভিজিট শেষে একনেক সভায় উপস্থাপনের জন্য প্রক্রিয়াধীন আছে।