Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ August ২০২৪

আশুগঞ্জ ৪৫০ মেঃ ওঃ সিসিপিপি (রিপ্লেসমেন্ট প্রজেক্ট)

স্থান আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
ক্ষমতা ৪৫০ (+-) ১০% মেগাওয়াট
বর্তমান অবস্থা
  • আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) ১৯৭০ সালে স্থাপিত প্রতিটি ৬৪ মেগাওয়াট সম্পন্ন ২টি থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে। প্ল্যান্ট দুইটির ইকোনমিক লাইফ বিগত ২০০৫ সালে অতিক্রম করেছে ফলে ২০১৪ সালে ইউনিট-১ এবং ২০১৮ সালে ইউনিট-২ স্থায়ীভাবে অবসরে যায়। এমতাবস্থায়, এপিএসসিএল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রণীত লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ ও জ্বালানি বহুমুখীকরণের লক্ষ্যে ২×৬৪ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডিসম্যান্টল করে তদস্থলে একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
  • উক্ত প্রকল্পের Detail Feasibility Study, Initial Environmental Examination (IEE), Environmental Impact Assessment (EIA) & Social Impact Assessment (SIA) কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান Atlanta Enterprise Limited -এর সাথে গত ২৯/০৮/২০১৮ তারিখে চুক্তি স্বাক্ষর সম্পাদন হয়।
  • পরামর্শক প্রতিষ্ঠান গত ২০/০৭/২০১৯ তারিখে Detail Feasibility Study, Initail Environmental Examination, Environmental Impact Assessment (EIA) & Social Impact Assessment (SIA) রিপোর্টসমূহের ফাইনাল কপি দাখিল করে।
  • পরিবেশ অধিদপ্তর প্রকল্পের প্রাথমিক পরিবেশ সমীক্ষা (আইইই) অব্যহতি দিয়েছে এবং Environmental Impact Assessment (EIA) এর Terms of Reference (TOR) অনুমোদন করে।
  • গত ০৬/০১/২০২২ ইং তারিখে এপিএসসিএল পর্ষদ হতে প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে।
  • প্রকল্পের অর্থায়ন প্রাপ্তির নিমিত্ত বিদ্যুৎ বিভাগ মারফত পরিকল্পনা কমিশনে একটি পিডিপিপি প্রেরণ করা হয়েছে।
  • গ্যাস সরবরাহ প্রাপ্তির বিষয়ে বিদ্যুৎ বিভাগ মারফত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।
সম্ভাব্য কমিশনিং এর তারিখ  ডিসেম্বর, ২০২৮