Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২৩

প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান এর জীবন বৃত্তান্ত

প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান
 

প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, বিগত ৩১ জানুয়ারী, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) ৩৮ তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাবিউবোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে তিনি একই প্রতিষ্ঠানের সদস্য (কোম্পানী এ্যাফেয়ার্স) পদে কর্মরত ছিলেন। তিনি এপিএসসিএল পরিচালনা পর্ষদে গত ০৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখে পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি কোম্পানীর পর্ষদ প্রকিউরমেন্ট ও রিভিউ কমিটির চেয়ারম্যান এবং পর্ষদ প্রজেক্ট স্টিয়ারিং কমিটি এবং নিয়োগ ও পদোন্নতি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান ১৯৬৩ সালের ১লা সেপ্টেম্বর শরীয়তপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৬ সালে প্রকৌশল (সিভিল) বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি নরওয়ে সরকার কর্তৃক প্রদত্ত পূর্ণ বৃত্তি অর্জন করে ১৯৯৫ সালে নরওয়ে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল (হাইড্রো পাওয়ার) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের কছি বিশ্ববিদ্যালয় এবং অস্টেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিভিন্ন প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন।

 

মোঃ মাহবুবুর রহমান ১৯৮৬ সালের ১লা সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে যোগদান করেন। পরবর্তীতে, তিনি সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট থার্মাল পাওয়ার স্টেশনে কনস্ট্রাকশন প্রজেক্টে উপ-বিভাগীয় ও নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি আইপিপি সেল-১ ও আইপিপি সেল-৩ এ পরিচালক হিসেবে কাজ করেন। কর্মদক্ষতার গুণে তিনি বিউবো এর সদস্য (বিতরণ) পদেও কাজ কারার সুযোগ লাভ করেন।

 

বর্তমানে তিনি বি-আর পাওয়ারজেন কোম্পানী লিঃ এর চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ, বে অফ বেঙ্গল পাওয়ার কোম্পানী লিঃ, পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিঃ, কোল পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিঃ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিঃ, সেম্বকর্প-নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানী লিঃ, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনর্জি কোম্পানী লিঃ, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এ দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের গভর্নিং বডির একজন অন্যতম সদস্য।

 

মোঃ মাহবুবুর রহমান তাঁর কর্মজীবনে প্রশিক্ষণ ও পেশাগত নানা দায়িত্বের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

 

শরীয়তপুরের সন্তান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের গর্বিত পিতা।