Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২৪

প্রকৌশলী মোঃ রেজাউল করিম এর জীবন বৃত্তান্ত

2024-09-22-06-33-9e318505c8a58b6b621f7de5497c304b

প্রকৌশলী মোঃ রেজাউল করিম

 

প্রকৌশলী মোঃ রেজাউল করিম আজ ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ (রবিবার) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি বিউবো’র সদস্য বিতরণ হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২২ আগস্ট বিদ্যুৎ বিভাগের জারীকৃত প্রজ্ঞাপনে তাঁকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।

 

প্রকৌশলী মোঃ রেজাউল করিম পূর্বতন চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

 

মোঃ রেজাউল করিম ১৯৬৭ সালের ৭ জুন বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বি.এস.সি, ইঞ্জিনিয়ারিং (তড়িৎ) ডিগ্রী অর্জন করেন এবং ১৯৯১ সালের ১৭ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে খুলনা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি একই বিদ্যুৎ কেন্দ্রে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

 

এছাড়াও এপ্রিল ২০১৮ সালে তাঁকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-এ লিয়েনে বিউবো কর্তৃক পদস্থ করা হয়। ১৭ ফেব্রুয়ারি ২০২২ সালে অতিঃ প্রধান প্রকৌশলী এবং ৩ জানুয়ারি ২০২৩ সাল হতে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত প্রধান প্রকৌশলী, বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন।

 

প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চেক রিপাবলিক, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

 

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।