Wellcome to National Portal
  • 2024-08-08-04-39-14cde5fbae8441328026ae702113ad14
  • 2024-08-08-04-40-e39d8031d8b577ba532f31a1f5bea74d
  • 2024-08-08-04-41-d4a56424175fca3f4faea32d9744842c
  • 2024-08-08-04-42-b9a62c37c76d38b759f6a9127319786d
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০২৪

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এর পরিচালনা পর্ষদের ৩২২তম সভায় সম্মানিত পরিচালক হিসেবে জনাব মোঃ নাজমুস সাদাত সেলিম, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় যোগদান করেছেন। নবনিযুক্ত পরিচালককে পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান, এপিএসসিএল ও সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ, জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সভায় এপিএসসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক, জনাব সাইদ একরাম উল্লা -কে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ ও কোম্পানির উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।