Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০২২

স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ

পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নীতিমালাঃ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সকল এমপ্লয়ীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এর সকল উন্নয়ন ও সফলতা অর্জন করা সম্ভব।

এপিএসসিএল নিম্নলিখিত পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নীতিমালার প্রতি অঙ্গীকারাবদ্ধ:

  1. এমপ্লয়ীদের নিরাপদ ও সুস্থ্য কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং সচেতনতা, প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য ও দূর্ঘটনার ঝুঁকি তদারকি করার জন্য প্রয়োজনীয় সহায়তা ও উপকরণ প্রদান করা।
  2. এপিএসসিএল-এর স্বাস্থ্য ও নিরাপত্তার নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং সুস্থ্য ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য এর সাথে সংশ্লিষ্ট আইনগত প্রয়োজনীয়তা ও অন্যান্য আবশ্যকীয় বিষয় যা এপিএসসিএল অন্তর্ভুক্ত করেছে তা বিরাজমান রাখা এবং প্রয়োজনীয় অন্যান্য শর্তসমূহ বিবেচনা করা।
  3. উৎপাদন ও প্রক্রিয়াকরণ পরিকল্পনার নকশা প্রণয়নের ক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করা।
  4. সার্বক্ষণিক প্রচেষ্টার মাধ্যমে যে কোন ধরণের সম্ভাব্য দুর্যোগ যা সম্পদের ক্ষতি, দূর্ঘটনা অথবা আহত/অসুস্থতার কারণ হতে পারে তা নিরসন করা।
  5. পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতির সক্ষমতা যাচাই এর মাধ্যমে অব্যাহত উন্নতি সাধন করা।
  6. জরুরী প্রয়োজনের জন্য প্রস্তুত থাকা এবং ঘটনা/দূর্ঘটনা নিরসনের জন্য দ্রুততার সাথে কাজ করা।

এই নীতির আবশ্যকীয় শর্তসমূহ পূরণ করে সংশ্লিষ্ট কর্মকান্ডের প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কোয়ালিটি ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা প্রতিনিধি, উপ-প্রতিনিধিদের সহযোগীতায় প্রাতিষ্ঠানিক বিষয়গুলো পরিচালনা করছেন।

এপিএসসিএল-এর সেবা কার্যক্রম ও উদ্দেশ্য বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমিক পর্যালোচনার মাধ্যমে এই নীতিমালার যথার্থতা, উযুক্ততা ও সম্পৃক্ততা পর্যবেক্ষণ করবে।

 

সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি নীতিমালাঃ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সম্প্রসারনের অংশ হিসেবে ISO 9001:2015 , ISO 14001:2015 এবং ISO 45001:2018 প্রাপ্তির প্রয়োজনীয় শর্তসমূহ অনুসরণপূর্বক নিম্নোক্ত নীতিমালার প্রতি দায়বদ্ধতা থেকে সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি অর্ন্তভুক্ত করেছে।

 

কোয়ালিটিঃ

এপিএসসিএল নিম্নলিখিত পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নীতিমালার প্রতি অঙ্গীকারাবদ্ধ:

  1. ISO 9001:2015 অনুযায়ী কোয়ালিটি ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করা এবং ক্রমাগত উন্নতির জন্য উক্ত ব্যবস্থাপনা পদ্ধতি চলমান রাখা।
  2. কোয়ালিটিকে যে কোন কাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রাধান্য দেয়া।
  3. কোয়ালিটি ম্যানেজমেন্টকে গতিশীল, বিবর্তনীয় ও স্থায়ী ফিডব্যাক হিসেবে প্রয়োগ করে নিম্নলিখিত কার্য ক্ষেত্রে উন্নতি সাধন করা :
    • এনার্জি এক্সপোর্ট
    • রপ্তানিকৃত বিদ্যুতের মেগাওয়াট আওয়ার প্রতি জ্বালানী খরচ
    • ইঞ্জিন রানিং টাইম (উৎপাদনকাল)
    • এভেইল্যাবিলিটি ফ্যাক্টর
    • হিট রেট
    • এভেইলেবিলিটি ফ্যাক্টর
    • শাট ডাউন (যান্ত্রিক কারণে)
    • শাট ডাউন (ইলেকট্রিক্যাল কারণে)
    • শাট ডাউন (সাব-স্টেশন-এর কারণে)
    • শাট ডাউন (লেস এনার্জি ডিমান্ড)
    • ভোল্টেজ উঠা-নামা (সীমা অতিক্রম)
    • ফ্রিকোয়েন্সি উঠা-নামার সংখ্যা (সীমা অতিক্রম)
  4. বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ করার আইনগত বাধ্যবাধকতা পুরোপুরি অনুসরণ করার সাথে সাথে সমগ্র কোম্পানী, সাপ্লাইয়ার, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকের প্রদত্ত সেবার গুণগত মানের প্রতি দায়বদ্ধ থাকা।
  5. কোয়ালিটির সাথে সম্পর্কিত বিষয়সমূহের উপর এমপ্লয়ীদের পাশাপাশি সাপ্লাইয়ার এবং ব্যবসায়িক অংশীদারদের জন্যও শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  6. এমপ্লয়ী, সাপ্লাইয়ার বা ব্যবসায়িক অংশীদার কর্তৃক সম্পাদিত কাজের গুণগত মান স্বতন্ত্র বা সমষ্টিগতভাবে মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা।
  7. এই নীতিমালা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল স্তরের এমপ্লয়ীদের মধ্যে প্রচার করা ও তাদেরকে তা বুঝতে সহায়তা করা।
  8. সময়ের সাথে সাথে এই নীতির যথোপযুক্ততা পর্যালোচনা করা এবং তা চলমান রাখা।

 

পরিবেশগত নীতিমালাঃ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) নিজেদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন, বৈশ্বিক পরিবেশ সুরক্ষা প্রচেষ্টার প্রতি সংবেদনশীল এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখাই এপিএসসিএল এর লক্ষ্য।

ক্রমাগত উন্নয়ন, বর্জ্য কমানো এবং দূষণ রোধে এমপ্লয়ীদের অঙ্গীকারই এই নীতিমালা বাস্তবায়নের মূল ভিত্তি।

এপিএসসিএল নিম্নোক্ত বিষয়ের প্রতি অঙ্গীকারাবদ্ধ :

  1. গতিশীল, উদ্ভাবনী পদ্ধতি এবং স্থায়ী ভিত্তি হিসাবে পরিবেশ ব্যবস্থাপনা চর্চা।
  2. সকল আইন, প্রযোজ্য মান এবং কোম্পানীর চুক্তি অনুসারে অন্যান্য প্রয়োজনীয় বিধিসমূহ যথাসম্ভব মেনে চলা এবং সম্ভাব্য সকল ক্ষেত্রে তা মোকাবেলা করা।
  3. সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি ও পরিকল্পনার মাধ্যমে নতুন উন্নয়ন কর্মকান্ড থেকে সম্ভাব্য যে কোন ধরণের পরিবেশগত বিপর্যয় কমিয়ে আনা ও রোধ করা।
  4. পরিবেশ সুরক্ষার লক্ষ্যে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ কর্মক্ষেত্র নিশ্চিত করা।
  5. উৎপাদন কৌশল এবং যথোপযুক্তভাবে সম্পদ ব্যবহারের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর বর্জের পরিমাণ কমিয়ে আনা।
  6. সাপ্লায়ার, অংশীদার এবং সেবা প্রদানকারীদেরকে এসব নীতিমালা মেনে চলতে উৎসাহিত করা।
  7. এমপ্লয়ীদের মাঝে এই নীতিমালাকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং পরিবেশের প্রতি সচেতন হয়ে তাদের কর্মকান্ড পরিচালনার জন্য উৎসাহিত করা।