Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি মহোদয় এর আশুগঞ্জস্থ পাওয়ার প্ল্যান্টসমুহ পরিদর্শন


প্রকাশন তারিখ : 2024-04-22

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি মহোদয় গত ২০-০৪-২০২৪ ইং তারিখে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এর আশুগঞ্জস্থ পাওয়ার প্ল্যান্টসমুহ পরিদর্শন করেন। দিনব্যাপী সফরে তিনি কোম্পানির ৪টি সিসিপিপি প্ল্যান্ট, ০১টি গ্যাস ইন্জিন প্ল্যান্ট পরিদর্শন করেন। বর্তমানে সবগুলো প্ল্যান্টই চালু রাখার মাধ্যমে জাতীয় গ্রীডে দৈনিক প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মর্মে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়। তবে কাঙ্খিত জ্বালানী সরবরাহ পেলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় প্ল্যান্টসমুহ পরিচালনা করা সম্ভব হবে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এপিএসসিএল এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় এপিএসসিএল এর সম্মানিত পর্ষদ সদস্য, জনাব রাশেদুল মাহমুদ রাসেল; ব্যবস্থাপনা পরিচালক, পিজিসিবি; ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল সহ কোম্পানির উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সফরসঙ্গী হিসেবে এটুআই এর একটি প্রতিনিধি দল এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ এপিএসসিএল এর প্ল্যান্টসমুহ পরিদর্শন করেন। এসময় কোম্পানির অত্যাধুনিক প্ল্যান্টসমুহ সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করেন। তিনি চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় এপিএসসিএল পূর্ণসক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে এবং কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলস পরিশ্রম করছেন মর্মে আশ্বস্ত করেন।