চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের মেধাবী এল্যামনাই, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একজন সফল স্বতন্ত্র পরিচালক - জনাব মো: আবু আলম চৌধুরী (১৯৪৮-২০২৩) গতকাল রাত ১১ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ছিলেন একাধারে একজন সৎ, কর্মঠ, মেধাবী ও চৌকশ দূরদৃষ্টি সম্পন্ন দক্ষ সংগঠক, সফল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বারংবার রপ্তানি পদকে ভূষিত একজন স্বনামধন্য ব্যবসায়ী নেতা। মুক্তিযুদ্ধের চেতনার মূর্তপ্রতিক হিসেবে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তিঁনি নিজেকে সর্বদা দেশ ও দশের সেবায় নিয়োজিত রেখেছিলেন।
মৃত্যুকালে তিঁনি স্ত্রী, দুই সন্তানসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই অকাল প্রয়াণে চেয়ারম্যান, এপিএসসিএল মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমের বিদেহী আত্মার পরম শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। এছাড়াও, এপিএসসিএল পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাভিভূত ও মরহুমের সকল শুভাকাঙ্ক্ষীগণের নিকট বিশেষভাবে দোয়াপ্রার্থী।