Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd August ২০২৩

“e-Auction” সিস্টেম ব্যবহারে ডিপিডিসি ও এপিএসসিএল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর"


প্রকাশন তারিখ : 2023-08-22

“e-Auction” সিস্টেম ব্যবহারে ডিপিডিসি ও এপিএসসিএল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর"

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) উদ্ভাবিত e-Auction সফটওয়্যার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এ ব্যবহারের জন্য ডিপিডিসি ও এপিএসসিএল এর মধ্যে একটি সমঝোতা স্মারক ২০ আগষ্ট ২০২৩, রবিবার ডিপিডিসির সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জনাব মোহাম্মদ আবুল মনসুর, এফসিএস, এফসিএমএ, কোম্পানী সচিব এপিএসসিএল এবং জনাব মোঃ আসাদুজ্জামান, কোম্পানি সচিব ও উপসচিব, ডিপিডিসি।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়ির সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, চেয়ারম্যান পরিচালনা পর্ষদ, এপিএসসিএল ও ডিপিডিসি এবং বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড।

e-auction সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সরকারের স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার একটা কার্যক্রম সম্পাদন হলো। এখন থেকে এপিএসসিএল এর সকল নিলাম কার্যক্রম e-auction সফটওয়্যার এর অধীনে বাস্তবায়ন করা হবে, যা সম্পূর্ণ online ভিত্তিক ব্যবস্থা।