মুজিব বর্ষ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত ২৮/০১/২০২৩ ইং তারিখে জনাব এএমএম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল পুরস্কার বিতরণ করেন। মুজিব বর্ষ উপলক্ষ্যে এপিএসসিএল কর্তৃক আয়োজিত উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় ৩য় পুরস্কারে ভূষিত হয় “লোকেশন ম্যাপের মাধ্যমে গ্রাহক সেবা সহজীকরণ” ধারণাটি; যার দলনেতা ও সদস্য হিসেবে ছিলেন যথাক্রমে জনাব আব্দুল হালিম (নির্বাহী প্রকৌশলী), জনাব খায়রুল বাশার (উপ-বিভাগীয় প্রকৌশলী) ও জনাব পঙ্কজ সুত্রধর (সহকারী প্রকৌশলী)। এছাড়াও ৪র্থ পুরস্কার হিসেবে দুটি গ্রুপ-কে পুরস্কৃত করা হয়। ১ম গ্রুপের বিষয়বস্তু ছিল “অপচয় রোধে পানি সাশ্রয়ী নজল ব্যবহার” এর দলনেতা ছিলেন জনাব জনাব মোঃ মনিরুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী), জনাব রাসেল তালুকদার (সহকারী প্রকৌশলী) ও জনাব মঈনউদ্দীন আহমেদ (সহকারী প্রকৌশলী)। ২য় গ্রুপের বিষয়বস্তু ছিল “সিড়ি ও করিডোরে মোশন সেন্সর নিয়ন্ত্রিত বাতি প্রস্তুতকরণ” এর দলনেতা ছিলেন জনাব মোঃ ফাহাদ হোসেন (নির্বাহী প্রকৌশলী) ও জনাব রাসেল মিয়া (সহকারী প্রকৌশলী)।