আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) কর্তৃক বাস্তবায়নাধীন নরসিংদী জেলার রায়পুরায় ১২০ মেগাওয়াট গ্রীড টাইড সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন প্রকল্পের জন্য নির্ধারিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব এবং চেয়ারম্যান, এপিএসসিএল জনাব মোঃ হাবিবুর রহমান। এসময় প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল সহ কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ এলাকার জনপ্রতিনিধিগণ। সচিব মহোদয় উপস্থিত স্থানীয় ভূমির মালিকগণের সাথে মতবিনিময় করেন।