Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে এপিএসসিএল কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে এপিএসসিএল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সুচনা করেন ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এপিএসসিএল অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এপিএসসিএল কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।