মুজিব বর্ষ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত ২৮/০১/২০২৩ ইং তারিখে জনাব এএমএম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল পুরস্কার বিতরণ করেন। মুজিব বর্ষ উপলক্ষ্যে এপিএসসিএল কর্তৃক আয়োজিত উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় “সৌর বিদ্যুতায়িত ও পরিবেশসম্মত পানি ছিটানোর গাড়ী প্রস্তুতকরণ” ধারণাটিকে ১ম পুরস্কারে ভূষিত করা হয়, যার দলনেতা ও সদস্য হিসেবে ছিলেন যথাক্রমে জনাব কাজী আব্দুল কাইয়ুম (নির্বাহী প্রকৌশলী), জনাব আকরাম হোসাইন (সহকারী প্রকৌশলী) ও জনাব নাসির উদ্দীন (উপ-বিভাগীয় প্রকৌশলী)। উক্ত প্রতিযোগিতায় “ডিজিটাল ফিডব্যাক সিস্টেম” ধারণাটিকে ২য় পুরস্কারে ভূষিত করা হয়; যার দলনেতা ও সদস্য হিসেবে ছিলেন যথাক্রমে জনাব মোঃ আশিকুর রহমান (নির্বাহী প্রকৌশলী), জনাব মোঃ মিনহাজ উদ্দীন (উপ-বিভাগীয় প্রকৌশলী) ও জনাব মোঃ কাউসার আলম (উপ-বিভাগীয় প্রকৌশলী)।