জনাব মোঃ হাবিবুর রহমান, চেয়ারম্যান, এপিএসসিএল ও সচিব, বিদ্যুৎ বিভাগ গত ১১-১২ মার্চ ২০২২ইং তারিখে সরকারী সফরে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ভ্রমণ করেন। উক্ত সফরে তিনি আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপি আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মালায় অংশগ্রহণ করেন। এছাড়াও নবনির্মিত এপিএসসিএল কেন্দ্রীয় জামে মসজিদ ও ক্যান্টিন ভবন উদ্বোধন করেন। সফরকালীন সময় তিনি এপিএসসিএল-এর উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উল্লেখ্য, এপিএসসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম এপিএসসিএল স্থাপনা পরিদর্শন। উক্ত সফরে তিনি আশুগঞ্জস্থ চর সোনারামপুর বিদ্যুৎতায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎতায়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি আশুগঞ্জস্থ মিডল্যান্ড ১৫০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন। উক্ত সফরে চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।