আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) এর সম্মানিত পরিচালক জনাব মোঃ আশরাফুল ইসলাম, সাবেক সদস্য (উৎপাদন), বিউবো এর অবসরজনিত কারনে পরিচালনা পর্ষদ থেকে অবসর উপলক্ষে ৩০৬তম পর্ষদ সভায় বিদায় সংবর্ধনা জানানো হয়। একইসাথে পর্ষদে নবনিযুক্ত পরিচালক জনাব এস এম ওয়াজেদ আলী সরদার, সদস্য (উৎপাদন), বিউবো কে স্বাগত জানানো হয়।