আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এর ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক মুনাফা হতে স্থানান্তরিত ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেসন ফান্ড (WPPF) এর কল্যাণ তহবিলের (Welfare) টাকা ২,১৫,০৪,৯৩৯.০০ (দুই কোটি পনের লক্ষ চার হাজার নয় শত উনচল্লিশ) মাত্র সমপরিমান চেক, গত ২৮ মে ২০২৩ ইং তারিখে মহা-পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর নিকট হস্তান্তর করা হয়। উক্ত আনুষ্ঠানিকতায় এপিএসসিএল এর নির্বাহী পরিচালক (অর্থ), উপ মহা-ব্যবস্থাপক (অর্থ), কোম্পানি সচিব, ব্যবস্থাপক (এইচআরএম) সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।