বাবিউবো’র সাথে এপিএসসিএল-এর পিপিএ স্বাক্ষরিত । বিগত ১৫ অক্টোবর রবিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল)-এর মধ্যে ‘আশুগঞ্জ ৪০০ মে.ও. কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব)’ এর অনুকূলে বিদ্যুৎ ক্রয় চুক্তি - পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) স্বাক্ষরিত হয়েছে। ঢাকাস্থ বিদ্যুৎ ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত এ পিপিএ স্বাক্ষর অনুষ্ঠানে বাবিউবো’র সদস্যবৃন্দসহ, এপিএসসিএল এবং বাবিউবো'র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে পিপিএ-তে স্বাক্ষর করেন বোর্ড সচিব মোহাম্মদ সেলিম রেজা ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ এর পক্ষে কোম্পানী সচিব, মোহাম্মদ আবুল মনসুর।