আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক ড: কামরুল আহসানের বিদায় উপলক্ষে গত ৩১৬তম পর্ষদ সভা শেষে এক অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ড: আহসান সুদীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন কালে কোম্পানীর উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন পর্ষদ প্রকিউরমেন্ট রিভিউ কমিটির সভাপতিসহ বিভিন্ন উপ কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এপিএসসিএল কৃতজ্ঞচিত্তে এই মহান শিক্ষকের অবদানকে স্বীকার করে এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছে। একই সময়ে নবনির্বাচিত পরিচালক অধ্যাপক ড: শেখ আনোয়ারুল ফাত্তাহ, ইইই, বুয়েট কে পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। উক্ত অনুষ্ঠানে এপিএসসিএল এর প্রধান শেয়ারহোল্ডার ও পরিচালক এপিএসসিএল, জনাব মো: মাহবুবুর রহমান, চেয়ারম্যান (গ্রেড-১), বিউবো এর চুক্তির মেয়াদ বৃদ্ধি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান, এপিএসসিএল ও সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ জনাব মো: হাবিবুর রহমান, বিপিএএ। উক্ত অনুষ্ঠানে পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দসহ কোম্পানির উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।