ডিপিডিসি উদ্ভাবিত e-Auction সফটওয়্যার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল) -এ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকিং কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও এপিএসসিএল এর মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গত ২০ আগষ্ট ২০২৩, রবিবার ডিপিডিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন জনাব মোহাম্মদ আবুল মনসুর, এফসিএস, এফসিএমএ, কোম্পানী সচিব, এপিএসসিএল এবং জনাব আহমেদ শাহীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এপিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিপিএএ চেয়ারম্যান পরিচালনা পর্ষদ, এপিএসসিএল ও ডিপিডিসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বিকাশ দেওয়ান, ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি এবং জনাব আহমেদ শাহীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড।